Connect with us

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী সব সামরিক সংঘাতের  জন্য আমেরিকা দায়ী: রুশ জেনারেল

Published

on

802aa84cffb9f24d8181c3905e5db852_XLআন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার বলেছেন, বিশ্বব্যাপী সাম্প্রতিককালের সব সামরিক সংঘাতের জন্য আমেরিকা দায়ী। তিনি আরো বলেছেন, শুধুমাত্র গত এক দশকে আমেরিকা ও তার মিত্ররা তাদের শত্র“দের বিরুদ্ধে অন্তত ৫০ বার সামরিক শক্তি ব্যবহার করেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অন্যতম কমান্ডার লে. জেনারেল আন্দ্রে ক্যারতাপোলভ আজ মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। জেনারেল ক্যারতাপোলভ বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ বাধাতে আমেরিকা সিদ্ধহস্ত। পশ্চিমা দেশগুলো তাদের ইচ্ছেমতো পৃথিবীটাকে ঢেলে সাজাতে চায়। আর তাদের এ ইচ্ছা বাস্তবায়ন করা হচ্ছে আমেরিকার নেতৃত্বে বিভিন্ন দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে। তিনি অভিযোগ করেন, রাশিয়া যাতে বিকল্প শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকেও খেয়াল রাখছে ওয়াশিংটন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *