Connecting You with the Truth

‘বয়স হয়ে গেল ৮০, আজও বয়স্ক ভাতা পেল না সে’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
দেশ স্বাধীনের সময় বৃদ্ধা আশরাফুন নেছা (৮০) এর স্বামী মারা গেছে। সেই থেকে পরের বাড়িতে কাজ করে খেলেও আজও বয়স্ক ভাতা জোটে নি তার কপালে।
শনিবার সকালে মহেশপুর শহরের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে এসে ২ টাকার একটি নোট দিয়ে বলছেন, তার একটি আবেদনপত্র লিখে দিতে। তিনি পৌরসভায় জমা দেবেন। বৃদ্ধা আশরাফুন নেছা জানান, তার বয়স ৮০ বছর। পরের বাড়িতে কাজ করে খান কিন্তু এখন আর কাজ করার মতো শক্তি তার নেই। তাই পৌরসভায় আবেদন করবেন বয়স্ক ভাতার জন্য। এ পর্যন্ত পৌরসভার কোন কাউন্সিলর বা মেয়র তার খোঁজ নেন নি। বৃদ্ধার ছেলে-মেয়ে থাকলেও তারাও কেউ তাকে খোঁজ-খবর নেয় না। ১৯৭১ সালে যুদ্ধে তার স্বামী মারা যায়। সেই থেকে অনেক কষ্ট করে জীবন যুদ্ধে সংগ্রাম করে আসছে। থাকার কোন ঘর-বাড়ি নেই, পরের বাড়িতে বসবাস করে। কোন কোন দিন তাকে অভুক্ত থাকতে হয়। কথাগুলো বলতে বলতে বৃদ্ধা মহিলার দু’চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।

Comments
Loading...