Connecting You with the Truth

মা-কে নিয়ে নতুন গানে ন্যান্সি

01. Nancyবিনোদন ডেস্ক:
‘আগলে রেখো মাকে’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। আসছে ‘মা দিবস’ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া একটি অ্যালবামের টাইটেল ট্রাক এটি। গানটির কথা লিখেছেন শারফুদ্দিন আহমেদ, সুর করেছেন ফাতেমি এবং সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গত ২ এপ্রিল রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ন্যান্সি ছাড়াও এই অ্যালবামে আরও গান করেছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, ফাতেমি, নির্ঝর, কোনাল প্রমুখ। আগামী ৯ এপ্রিল অ্যালবামটি প্রকাশিত হবে। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘এর আগেও মাকে নিয়ে গান করেছি। কিন্তু এই প্রথম মাকে নিয়ে আমার গাওয়া কোনো গান অ্যালবামে প্রকাশ পাচ্ছে। আমি মাকে নিয়ে কোনো গান করলে পারিশ্রমিক নেই না। এই গানটিও তার ব্যতিক্রম না। আমার নিজের মাসহ সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই আমার এই সিদ্ধান্ত। আমার মা বেঁচে থাকতে তাকে নিয়ে আমি কোনো গান করতে পারিনি। সেই কষ্ট এখনও আমাকে পোড়ায়। আমার মা যেখানেই থাকুক, তিনি গানটি শুনতে পারবেন বলে আমার বিশ্বাস।’ উল্লেখ্য, সম্প্রতি নিজের একটি ওয়েবসাইট খুলেছেন ন্যান্সি। এখানে ভক্ত-শ্রোতারা তার সকল গানের খোঁজখবর জানতে পারবেন। পাশাপাশি দেখতে পাবেন মিউজিক ভিডিও। ন্যান্সির গান নিয়ে এখানে মন্তব্য করতে পারবেন শ্রোতারা। ন্যানসির ওয়েবসাইটের ঠিকানা িি.িহসহধহপু.পড়স

Comments
Loading...