Connect with us

বিনোদন

তিনটি চড় হজম করলেন বিদ্যা বালান

Published

on

IANS290103....Vidya Balan  in a studio in Kolkata on Thursday for a shooting for Bengali  Chanel Star Jalsa.  IANS PHOTO BY K.K.ROY

বিনোদন ডেস্ক:
অভিনয় করা মানে কিন্তু সবসময়ই সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ ও দামি পোশাক পরিধান করা নয়, অভিনয় করত গিয়ে কিন্তু চড়ও খেতে হয়। কয়েকদিন আগেই ‘হামারি আধুরি কাহানি’ সিনেমাকে বাস্তব রূপ দানে বিদ্যা বালান তার সহশিল্পী রাজকুমার রাওয়ের দেয়া তিনি তিনটি চড় হজম করলেন। জানা যায়, এই সিনেমায় রাজকুমার রাও বিদ্যা বালানের স্বামীর চরিত্রে অভিনয় করছেন। সিনেমার কাহিনিতেই চড় মারার দৃশ্য ছিল। তবে রাজকুমার রাও যে এভাবে সত্যি চড় মেরে বসবেন তা কেউ কল্পনাই করতে পারেন নি। সাধারণত ক্যামেরার কারসাজি দেখিয়ে চড়ের দৃশ্য দেখানো হয়। আর তাই যখন বিদ্যাকে সত্যি একটি চড় কষিয়ে দেয়া হয় নির্মাতা মোহিত সুরি পর্যন্ত লাফ দিয়ে ওঠেন। কিন্তু যখন তিনি দেখেন বিদ্যা সাবলীলভাবেই অভিনয় চালিয়ে যাচ্ছেন, তিনি আর শ্যুটিংয়ে বাধা দেননি। পরে অবশ্য মোহিত সুরি বুঝতে পারেন বিদ্যা ও রাজকুমার আগে থেকেই এই বিষয়ে পরিকল্পনা করে রেখেছিলেন। এরকম চড় মারার দৃশ্য সিনেমায় মোট তিনটি ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *