Connecting You with the Truth

সমুদ্র থেকে কিউবার ২৩ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিকডেস্ক:   মেক্সিকোর নৌবাহিনী রোববার সমুদ্র থেকে কিউবার ২৩ অভিবাসীকে উদ্ধার করেছে। সমুদ্রে ডুবে যাওয়া থেকে রক্ষা পেতে তারা তীরে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছিল।

নৌবাহিনী জানায়, হাতে তৈরি ভেলায় করে সমুদ্র যাত্রাকালে তারা দুর্ঘটনায় পড়ে। ইউকাটান দ্বীপের উপকূলের অদূরে দুটি পৃথক দুর্ঘটনায় এরা সমুদ্রে পড়ে যায়।

কাঠ ও ফাঁকা পিপে দিয়ে তৈরি একটি ভেলায় করে ১০ জনের একটি দল এই যাত্রা শুরু করে।  তারা জানায়, কিউবার ইউথ দ্বীপ থেকে রওয়ানা হওয়ার পর তারা সমুদ্রে ১৬ দিন ছিল।  চিকিৎসা সহায়তা দিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর কর্তৃপক্ষ জানায়, তাদের শরীর সুস্থ্য রয়েছে।
১৩ জনের অপর একটি দলের সকলের শরীরে পানি শুন্যতা দেখা দিয়েছে বলে জানা গেছে।

নেভি জানায়, মেক্সিকোর অভিবাসন বিভাগ এই ২৩ অভিবাসীর সকলকেই দেশে ফেরৎ পাঠাবে। যেসব কিউবার নাগরিক মেক্সিকো পৌঁছায়, তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে

সূত্র: এএফপি

Comments
Loading...