Connecting You with the Truth

ল্যাটিন আমেরিকার কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৬১

Residents remove mud and debris as they search for bodies after a landslide in the municipality of Salgar, in Antioquia department May 18, 2015. REUTERS/Stringer
আন্তর্জাতিকডেস্ক:  ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তরপশ্চিমের পাবর্ত্য এলাকা সালগারে এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর: এএফিপি, বিবিসি ও রয়টার্সের।
দেশটির জাতীয় দুর্যোগ ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, সালগারে ভূমিধসে ৬১ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। উদ্ধারকারীদল  সেখানে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।  প্রবল বৃষ্টিপাতের কারণে লিবোরিয়ানা নদীর পানি উপচে পড়ে ও তীর ভেঙে ভূমিধসের ঘটনা ঘটে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, আমরা জানি না, ঠিক কতোজন মানুষ নিখোঁজ রয়েছেন।  ভূমিধসের পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সূত্র: বিবিসি অনলাইন।
Comments
Loading...