Connecting You with the Truth

গুন্দুসকে ফেডারেশনের নিষেধাজ্ঞা ৭০ ম্যাচ

s-5
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রিয়ান এক ফুটবলারকে ৭০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ম্যাচের দায়িত্বে থাকা রেফারিকে ঢুস মেরে রক্তারক্তি কান্ড ঘটালে এ নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। ঘটনাটা ঘটেছে অস্ট্রিয়ার পঞ্চম বিভাগের এসকে রুম ও এসপিজে ইনসব্র“কের ম্যাচে। এসকে রুমের ইসমাইল গুন্দুসকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশন থেকে এ ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। তবে, তারা এটাও জানিয়েছে তাদের আইনে সর্বোচ্চ নিষেধাজ্ঞা হচ্ছে ৪৬ ম্যাচ হলেও গুরুতর এ অপরাধের জন্য শাস্তির মাত্রা বাড়িয়ে তা ৭০ ম্যাচ করা হয়েছে। জানা যায় ম্যাচ চলাকালীন সময়ে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় তাকে মাঠ থেকে বের হয়ে যাবার আদেশ দেন ম্যাচের দায়িত্বে থাকা রেফারি দানিয়েল ফিলো। সে সময়ে গুন্দুসের দল ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে ছিল। লাল কার্ড দেখানোয় ক্ষুব্ধ গুন্দুস মাথা দিয়ে রেফারির মুখে আঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় গুন্দুসকে দুইশ পাউন্ড জরিমানাও করা হয়।

Comments
Loading...