Connect with us

দেশজুড়ে

পিরোজপুরে ‘সিডও সনদের’’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

Published

on

সাগর চৌধুরী, পিরোজপুর সদর:
একজন পরিপূর্ণ মানুষ হিসাবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার ও সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে শহরের টাউক্লাব সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা উপকূলীয় উন্নয়ন উদ্যোগ (সিডিআই) পিরোজপুরের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণ এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত পূর্ণাঙ্গ সিডও সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিডিআই নেটওয়ার্কের সভাপতি জিয়াউল আহসান, মহিলা পরিষদের সভাপতি মনিকা মণ্ডল, সুফিয়া কামাল ফেলো নূরজাহান হোসেন দুলু, শিক্ষক প্রতিনিধি নারী নেত্রী মাতোয়ারা বেগম টুলি, সাংবাদিক সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, উন্নয়ন কর্মী মাইনুল আহসান মুন্না, সিনিয়র আইনজীবী শহিদুল্লাহ খান, জনপ্রতিনিধি কাউন্সিলর আ: সালাম বাতেন, ব্যবসায়ী আফজাল হোসেন লাভলু প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *