Connecting You with the Truth

মোদির বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদে দেশটির লাহোর, করাচি ও কোয়েটায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। এসময় ভারতের পতাকা পোড়ায় বিক্ষোভকারীরা।

শুক্রবার ভারতবিরোধী এই সমাবেশে নেতৃত্ব দেয় পাকিস্তানের জামাত উদ দাওয়া, লস্কর-ই-তাইবাসহ বেশ কয়েকটি সংগঠন। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় তারা। সম্প্রতি বাংলাদেশ সফরকালে দেয়া এক ভাষণে এ অঞ্চলে জঙ্গিবাদ ছড়ানোর জন্য পাকিস্তানকে দায়ি করেন নরেন্দ্র মোদি।

পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়েও মন্তব্য করেন মোদি। একে দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচকের বক্তব্য বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

Comments
Loading...