Connect with us

জাতীয়

ঈদে ঘরমুখো যাত্রায় বিকল্প দশ রুট নির্ধারণ করেছে সরকার

Published

on

আসন্ন ঈদুল ফিতরে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য প্রচলিত রুটের বাইরে আরও দশটি রুট নির্ধারণ করছে সরকার। পাশাপাশি আগামী ১০ জুলাই থেকে ১৯ জুলাই ২৪ ঘন্টাই খোলা থাকবে দেশের সব সিএনজি স্টেশন। এছাড়া ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে কাঁচাপণ্য, ওষুধ, জ্বালানি ও পোশাক শিল্পের পণ্য বহনকারী ট্রাক বা লরি ব্যতীত সকল প্রকার ট্রাক-লরি, নসিমন-করিমন, ইজি-বাইক, মাহেন্দ্র ও টেম্পো চলাচল বন্ধ থাকবে। রাজধানীর বিয়াম মিলনায়তনে মঙ্গলবার বিকালে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদের সময় একই দিনে সকল গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি দেয়া ও খোলা যাবে না। যানজট ও মানুষের চাপ কমাতে ভিন্ন ভিন্ন দিনে গার্মেন্টসগুলোকে ছুটি দেয়া ও খোলার জন্য এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ-কে নির্দেশ দেয়া হয়েছে। ঘরমুখো ও ঢাকা ফেরত মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বা দাবি করতে যেন না পারে সেজন্য ঢাকা মহানগরীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের জন্য পৃথক তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হবে।

বৈঠকে মগবাজার ফ্লাইওভারের কাজ ঈদের আগের সাতদিন ও পরের তিনদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মগবাজার ফ্লাইওভারের ধীরগতির কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানির সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা কি করছেন আমি জানি না। তারা জনগণের ভোগান্তির বিষয়টা কি দেখে না? তাদের কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এই প্রকল্পের পিডি চুপ করে আছেন কেনো ? আমি যোগাযোগ সচিবকে বলবো, আপনি গুরুত্ব সহকারে কাজটি দেখুন। তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের কার্যাদেশ বাতিল করা হোক। নতুন ঠিকাদারকে কাজ দেয়া হোক। এভাবে চলতে দেয়া যায় না।’

মগবাজার ফ্লাইওভারের কাজ বন্ধ রাখার পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ও সিডিএর আওতাধীন রাস্তাগুলো ১০ জুলাইয়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করা এবং কাটা রাস্তা মেরামত করার নির্দেশ দেয়া হয় বৈঠক থেকে। এছাড়া গতবছর ভয়াবহ নৌ-দুর্ঘটনা মাথায় রেখে এ বছর যেকোনো প্রকার দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ টিম প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী ও র্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখার কথা বৈঠকে বলা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের ডিজি বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামানসহ আইন-শৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্যাহ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের শ্রমিক নেতা ইসমাইল হোসেন বাচ্চু, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান প্রমুখ।

দশটি রুট : ঢাকা মহানগরীতে প্রবেশ ও বহির্গমনের মূল সড়কগুলোকে বাদ দিয়ে যানজট কমানোর জন্য যাত্রাবাড়ী-ডেমরা-সুলতানা কামাল সেতু-সিলেট রুট, বাবুবাজার ব্রিজ-ইকুরিয়া-পোস্তগোলা ব্রিজ-পাগলা-চাষাড়া-নারায়ণগঞ্জ লিংক রোড-সাইনবোর্ড-চট্টগ্রাম রুট, টঙ্গী স্টেশন রোড-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-মীরেরবাজার-উলুখেলা-কাঞ্চনব্রিজ-ভুলতা-মদনপুর-চট্টগ্রাম, বাবুবাজার-উলুখেলা-কাঞ্চনব্রিজ-ভুলতা-মদনপুর-চট্টগ্রাম, বাবুবাজার ব্রিজ-ইকুরিয়া পোস্তগোলা ব্রিজ- পাগলা-চাষাড়া, নারায়ণগঞ্জ লিংক রোড-সাইনবোর্ড-সিলেট, টঙ্গী স্টেশন রোড-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-মিরেরবাজার-ঘোড়াশাল-পাঁচদোনা-সিলেট রুট, টঙ্গী স্টেশন-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-মিরেরবাজার-উলুখোলা-কাঞ্চনব্রিজ-ভুলতা-সিলেট রুট, হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল-কাঁচপুর ব্রিজ-সিলেট-চট্টগ্রাম, গাবতলী-মাজার রোড-মীরের দৌড়-আশুলিয়া-ইপিজেড-চন্দ্রা হয়ে উত্তরবঙ্গ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সেতু-জিঞ্জিরা-কেরানীগঞ্জ-মাওয়া এবং মিরপুর মাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া-মহাসড়ক-উত্তরবঙ্গ; এই দশটি রুটের মাধ্যমে যাত্রীবাহী যানবাহনকে ঢাকা ছাড়তে এবং ঈদের পর ঢাকায় প্রবেশের নির্দেশ দেয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *