Connecting You with the Truth

ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল রাত পৌনে ১টার দিকে তাদের নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জন হল, মোহাম্মদ ইউনূস (২৪) ও সৈয়দ ইসলাম (২৮)। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ইউনূস ও সৈয়দ ইসলাম অস্থায়ী পাস নিয়ে মিয়ানমার থেকে টেকনাফে প্রবেশ করে। এক হাজার পিস ইয়াবা নিয়ে রাতে বাসে করে শাহ আমানত সেতু এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দু’জনের শরীরে তল্লাশি চালায়। এদের একজন জুতায় করে এবং আরেকজন ছাতার ভেতরে করে ইয়াবাগুলো আনেন। ইয়াবা পাওয়ার পর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

Comments
Loading...