Connecting You with the Truth

বিশ্বব্যাংক যন্ত্রণা দিলেও অর্থনীতির প্রশংসা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিলেও বিশ্বব্যাংক এখন বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। রোববার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত জাতীয় পরিবেশ পদক প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক অনেক যন্ত্রণা দিয়েছে। তারপর আমি ঘোষণা দিলাম, কারো ওপর নির্ভর করে নয়, কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করব।’

এরপর অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় মন্ত্রী কিন্তু দাতা বলেছে। আমি কিন্তু দাতা বলি না। আমি বলি উন্নয়ন-সহযোগী। তারা আমাদের উন্নয়নের অংশীদার বা সহযোগী। কারণ, আমরা কিন্তু কারো কাছে ভিক্ষা নেই না। আমরা বিজয়ী জাতি আর বিজয়ী জাতি কারো কাছে মাথা নত করে না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা সরকার চালাই নিজেদের স্বার্থে না- দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে।’  দেশের প্রতিটি নাগরিককে তিনটি করে গাছ লাগানোরও আহ্বান জানান তিনি।

ভারত ও মিয়ানমারের কাছ থেকে প্রাপ্ত বাংলাদেশের সমুদ্রসীমার বিজয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে ব্লু ইকোনমি নিয়ে সেমিনার করেছি। সমুদ্র গবেষণার জন্য জাহাজ ক্রয়ও প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারে সি-অ্যাকুরিয়াম করারও পরিকল্পনা রয়েছে। কারণ, আমাদের সামনে বিশাল এক সম্ভাবনা এসেছে সমুদ্রসীমা জয় করার ফলে।’

তার আগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রমুখ।

Comments
Loading...