Connecting You with the Truth

নড়াইলে ৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট সহ দুই যুবক আটক

নড়াইলে ৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট সহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশউজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি :  নড়াইলে ৮০ টি ইয়াবা সহ স্বপন ও মুরাদ কে আটক করেছে নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের স্পেসাল টিম নড়াইল জেলার বুড়িখালী ও পাইকমারি গ্রামে দুই যুবককে গত কাল কে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এস আই রেজা. এ এস আই হাসানুর জামান হাসান ও এ এস আই আলমগীরের নেএীতে কনেসটেবল নারান, শিমুল বিলা, শরিফ সোহেল সহ স্পেসাল টিমের সহজোগিতায় ৮০ পিস ইয়াবা সহ ২ যুবক কে আটক করেছে। এই প্রাইভেট কারের নম্বার ঢাকা মেক্ট্রো গ-১২৪৭৭৭। এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করা হলে এ এস আই হাসান ও এ এস আই আলমগীরের এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান ঐ ২ যুবক দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল । তার বিরুদ্ধ নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনের একটি মামলা হয়েছে বলে য়ানান।

Comments
Loading...