Connecting You with the Truth

গুগল সার্চে মিস্ত্রির খোঁজ!

google mistriগুগল সার্চে যোগ করা হয়েছে বিভিন্ন মিস্ত্রিদের খোঁজ। বাসার যে কোনো কাজের জন্য আলাদা পেশার মানুষদের খোঁজ পাওয়া যাবে গুগল সার্চে। প্লাম্বার, তালা-চাবি সারানো মিস্ত্রি, ক্লিনার, ইলেকট্রিশিয়ান সব পেশার মানুষকে পেয়ে যাবেন গুগলে।

তবে প্রাথমিকভাবে এই সুবিধা খুবই সীমিত আকারে চালু করা হয়েছে। আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সান ফ্র্যান্সিসকোর উপকূল এলাকার বাসিন্দারা গুগল সার্চে এই সুবিধাটা পাবেন।

সার্চে আপনি পাবেন মিস্ত্রিদের নাম, ছবি, ফোন নম্বর, কাস্টমার রেটিংস এবং কী কাজ করেন তাঁরা সেসবের বর্ণনা। আবার কোনো প্রতিষ্ঠানের হয়ে যদি তাঁরা কাজ করেন তাহলে সেই প্রতিষ্ঠানেরও পরিচিতি থাকবে।

আপনার দরজার তালা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি গুগলে শুধু ‘লক রিপেয়ার’ লিখে সার্চ দিলেই হবে। তালা সারান এমন মিস্ত্রিদের খোঁজ আপনি পেয়ে যাবেন সার্চ রেজাল্টে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

তবে এসব মিস্ত্রিরা কিন্তু গুগলের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এই মিস্ত্রিদের তালিকাও গুগলের তৈরি নয়। এসব মিস্ত্রিরা যেসব প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন সেসব প্রতিষ্ঠান গুগলে এসব বিজ্ঞাপন দিয়েছেন। তবে গুগল যে কাজটি করে বিজ্ঞাপন নেওয়ার আগে প্রতিষ্ঠানের ভালোমন্দ যাচাই করে নেয়।

আপাতত শুধু প্লাম্বার, তালা-চাবি মিস্ত্রি এবং ক্লিনারদের খোঁজই পাওয়া যাবে গুগল সার্চে। তবে হয়তো খুব তাড়াতাড়ি গুগল তার এই সেবা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে।

বাংলাদেশেরপত্র/এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.