সাতক্ষীরা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে রাইচ কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলা সদরে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নাম আবুল বাশার (৩২)। সে উপজেলার শ্রীউলা গ্রামের সোহরাব গাজীর ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমল হুদা জানান, সকালে আবুল বাশার রাইচ কুকারে ভাত রান্না করতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ঠে মারাত্মক আহত হয়। এর পর তাকে আশাশুনি হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানের জনক আবুল বাশারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর