Connecting You with the Truth

যুগ্ম সম্পাদকের মৃত্যুতে সিজেকেএস এর শোক

Allama Md. Iqbal
আল্লামা মো. ইকবাল

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অন্যতম যুগ্ম সম্পাদক আল্লামা মো. ইকবাল আজ সোমবার, সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……………. রাজেউন)। আজ বিকাল ৫ টায় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তার মরদেহ এম এ আজিজ স্টেডিয়ামে আনা হবে। এশা নামাজের পর আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় লালদীঘি ময়দানে ২য় নামাজে জানাযার পর হাটহাজারীর ধলই গ্রামে নিজ বাড়ীতে বাদ যোহর ৩য় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষে জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করতঃ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ্ তায়ালা’র দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Comments
Loading...