Connect with us

জাতীয়

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদ গঠিত

Published

on

Altaf-Khabir-900x450জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ২০১৬-২০১৭ কার্যমেয়াদের জন্য ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করেছেন । গত ২রা জানুয়ারি অনুষ্ঠিত সংস্থার ১৭তম দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতিকে দেয়া ক্ষমতা বলে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা হলেন- সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সহসভাপতি শাহজাহান মোল্লা, রতন কুমার রায় ও আলমগীর গনি। মহাসচিব সাজ্জাদুল কবীর, যুগ্ম মহসচিব কাজী সিরাজুল ইসলাম ও সুধাংশু কুমার সরকার, সহকারী মহাসচিব মাজহারুননেসা পাপিয়া সেলিম ও মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সচিব আবুল বাসার মজুমদার ও খাইরুল ইসলাম, অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন, দফতর সচিব হেলাল উদ্দিন, প্রচার সচিব ডা. এস, এম, সারওয়ার, প্রশিক্ষণ সচিব প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান, পরিকল্পনা সচিব আবদুল নাহিদ মিঞা, জনকল্যাণ সচিব প্রভাষক জাকির সেলিম, প্রকাশনা সচিব হাসানুজ্জামান, পাঠাগার সচিব মাসুদ আলম, মানববাধিকার সচিব এম, এইচ, আকাশ মাহমুদ মোল্লা, ক্রিড়া ও সংস্কৃতি সচিব আবদুল মজিদ, তথ্য ও গবেষণা সচিব এডভোকেট সরকার কবির উদ্দিন, নির্বাহী সদস্য আলতাফ হোসেন, মামুন-অরÑরশিদ ও জি, এইচ হান্নান। তাছাড়া তিনি শাহ আমীরুল ইসলাম রুমী, এস, এম, সিরাজুল ইসলাম, সামসুল আলম জুলফিকার, নূরুজ্জামান প্রধান, এডভোকেট লুৎফর রশিদ রানা, মো. ফজলুল হক, আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া, মোশাররফ হোসেন সিদ্দিকী ও হাবিবুর রহমান খান মামুনকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা ১লা জানুয়ারি থেকে সারা দেশে সাংগঠনিক মাস পালন করছে। ৩১শে জানুয়ারি পর্যন্ত এ মাসের কমর্সূচীর মধ্যে রয়েছে- দেশের সকল জেলা ও উপজেলায় সাংগঠনিক তৎপরতা জোরদার করা, শাখাসমূহের কাজে গতি সঞ্চার, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের তৎপর হতে উদ্বুদ্ধ করা, সারাদেশের সাংবাদিকদের কাছে সংস্থার বিগত ৩৪ বছরের কাযর্ক্রম তুলে ধরা, বৃহত্তর সাংবাদিক ঐক্য প্রতিষ্ঠায় মতবিনিময় করা, সকল স্তরের সাংবাদিকদের মধ্যে যোগসূত্র স্থাপন ও ঘনিষ্ঠতা বৃদ্ধি। সারা দেশে সাংবাদিকদের মাঝে সংস্থার ভূমিকা ও অবদান তুলে ধরার লক্ষ্যে এ মাস পালিত হচ্ছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *