গুগল থেকে ১ মিনিটে আয় ৮ লাখ!
অনলাইন ডেস্ক: জানেন কি, এক মিনিটের জন্য গুগল ডট কম-এর মালিক হতে পারলে আপনার ওয়ালেটে কত টাকা ঢুকতে পারে৷ আট লক্ষ টাকা! শুধু খাতায় কলমে কষেই এর প্রমাণ মিলবে, এমনটা নয়৷ সন্ময় বেদ হলেন এই ঘটনার জলজ্যান্ত উদাহরণ৷
গত বছর সেপ্টেম্বরে গুগল সার্চ করতে গিয়ে দেখেন, গুগল ডট কম নামের ডোমেনটি বিক্রি হচ্ছে৷ কোনও দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে মাত্র ১২ ডলারের (আনুমানিক ৮১৪ টাকা) বিনিময়ে কিনে ফেলেন৷ কিন্তু ঠিক এক মিনিট পরই গুগল ডোমেনটি বিক্রি বন্ধ করে দেয়৷ তবে তারই মধ্যে তিনি ৪ লক্ষ ৭ হাজার থেকে আয় করে ফেলেন তিনি৷ সেই অর্থ স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করায় তার পরিমাণ পরে দ্বিগুণ হয়ে যায়৷ মাণ্ডভীর বাসিন্দা বেদ জানান, অর্থ আয়ই তাঁর উদ্দেশ্য ছিল না৷ তিনি ভারতীয় এক স্বেচ্ছাসেবী সংস্থাকে অর্থ দান করে চেয়েছিলেন৷
গুগলের তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়েছে, বেদ অর্থ দান করায় গুগল তাঁকে সেই অর্থ ফিরিয়ে দিয়েছে৷ গুগল নিয়ে গবেষণা করেন বেদ৷ সেই সুবাদেই এই বিশেষ অফার খুঁজে পেয়েছিলেন তিনি৷