রাণীশংকৈলে হয়ে গেল ফুটবলের মিলন মেলা
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে সোমবার বিকালে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী বনাম রংপুর বিভাগীয় প্রমিলা ফুটবল দল ও লালবাগ ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড়দের সাথে রাণীশংকৈলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রংপুর বিভাগীয় প্রমিলা ফুটবল দল ২-০ গোল ও লালবাগ ক্রীড়া চক্র ২-১ গোলে জয়লাভ করে। উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি (বাফুফে) শামীম খান রাজু, ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, ঠাকুরগাও জেলার ক্রীড়া নক্ষত্র খোকন দাস, সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদিন প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাাম।