Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে শিশুর প্রতি সহিংতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে প্রশক্ষিণ কর্মশালা

Published

on

birampurএম.রুহুল আমিন, দিনাজপুর:  দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সমাজ উন্নয় প্রশিক্ষণ কেন্দ্র (ঝটচক)-এর সহযোগীতায় মঙ্গলবার শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচী বাস্তবায়নে এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। অন্যন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ওসি তদন্ত মোঃ আঃ হাকিম আজাদ, দৈনিক প্রথম আলো বিরামপুর প্রতিনিধি প্রভাষক এস.এম আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেছেন- বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলার নিকাহ্ রেজিষ্ট্রার ও মসজিদের ইমামদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের আয়োজন প্রশংসার দাবীদার। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ প্রশাসনকে বাল্য বিয়ে প্রতিরোধে কঠোর নির্দেশ দিয়েছেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন- আমি এই উপজেলায় যোগদান করার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কর্মশালা করেছি। এখন বাল্য বিয়ে প্রতিকার আর প্রতিরোধে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করছে। বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে স্থানীয় জণপ্রতিনিধি, সচেতন ব্যক্তিবর্গ মহলসহ মিডিয়কর্মীদের এগিয়ে আসার আহব্বান জানানা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *