নেত্রকোনায় নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি: ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগানকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল রোববার নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র, জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে নেত্রকোনায় শোভাযাত্রা ও মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
জেলা শহরের ছোট বাজারের স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে নারী প্রগতি সংঘ সকালে শোভাযাত্রা বের করে শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে জেলা শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- সদর ইউএনও মোছা: মোস্তারী কাদেরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, সম্পাদক তাহেজা বেগম এ্যানী, সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, জনউদ্যোগের আহব্বায়ক কামরুজ্জামান চৌধুরী, মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা সামছুন্নাহার বিউটি, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ।