Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০১৬ পেলেন ১২ জন

atis diবিডিপি প্রতিবেদক: অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ আজ রাজধানীতে এক সভায় অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০১৬ ঘোষণা করেছে। পরিষদের ৩১ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের পাশাপাশি এ বছর ১২ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ পদক দেয়ার ঘোষণা দেয়া হয়।
যারা পদকের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন : শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম খান, সমাজ উন্নয়নে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ, জাতীয় অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী (টিপু), সাংবাদিকতায় প্রথম আলো কলকাতা প্রতিনিধি অমর সাহা, আইন পেশায় ফিন্যান্স কমিটি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট স ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শ্রী অমুল্য মোহন সরকার, সমাজসেবায় আলহাজ মো. নাজিম উদ্দিন ও ওয়াহিদুল হাসান মিল্টন, সাহিত্যে সুলতানা রাজিয়া রেজনু খান ও জেসমিন আখতার এবং গবেষণায় আবদুল মন্নান। শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হবে।

Leave A Reply

Your email address will not be published.