চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় এলাকায় বড়ুয়া পাড়া শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের আয়োজনে ১০ নং ছলিমপুর ইউনিয়ন জাফরাবাদ ১ নং ওর্য়াড পাথরী ঘোনা এলাকায় নতুন বড়ুয়া পাড়া শাখা ও বিদর্শন ভাবনাকেন্দ্র গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকার সময় উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান গোলাম গফুর, ১০ নং ছলিমপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,রেজাউল বাহার, নগর ছিন্নমূল সহ-সভাপতি, মো. আবদুল রশিদ বীরমুক্তিযোদ্ধা, ভদন্ত দীপানন্দ ভিক্ষু,চেয়ারম্যান বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশন।
চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বড়ুয়াপাড়া শাখা ও আন্তজার্তিক প্রজ্ঞানন্দ বির্দশন ভাবনাকেন্দ্র ভিত্তি স্থাপন কালে প্রধান অতিথি চেয়ারম্যান বলেন,আজ আপনাদের কাছে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কারন আমরা সবাই ভাই ভাই,মহানগর ছিন্নমূল বাসী বড়–য়া পাড়া শাখার সকল মানুষের সুখে দুখে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।এই ছিন্নমূল বাসীকে অভিনন্দন জানাই দীর্ঘদিন ধরে সকল কাজকর্মে যারা ছিন্নমূলবস্তি এলাকার উন্নয়ন করার সহযোগিতা করে আসছে তাদের সাধুবাদ জানাই। আমরা সবাই মিলেমিশে কাজ করে এই ছিন্নমূল এলাকা কে একদিন ডিজিটাল নগরী হিসেবে ছিন্নমূলবাসীর কাছে উপহার দিতে পারবো। তিনি আরও বলেন, বর্তমান মাননীয়া প্রধানমন্ত্রী শেখহাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে,আজ বাংলাদেশের মানুষ অনেক এগিয়ে দারিদ্রমুক্ত দেশ সোনার বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। একমাত্র অবদান রয়েছে প্রধানমন্ত্রী দেশনেত্রী মানসকন্যা শেখহাসিনার। এসময় উপস্থিত ছিলেন, ছিন্নমূল বড়ুয়া পাড়া শাখার কার্যকরী কমিটির সভাপতি সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সহসভাপতি বিদর্শন বড়ুয়া,সাধারন সম্পাদক টুকু বড়ুয়া,যুগ্নসাধারন সম্পাদক,ইকন বড়ুয়া, ডালু বড়ুয়া, ধন্মানন্দ বড়ুয়া, শিপ্রা বড়ুয়া,উ দয়ন বড়ুয়া সহ প্রমুখ।