Connecting You with the Truth

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির

লিওনেল-মেসিআন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি । কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের পর এমন ঘোষণা দেন আর্জেন্টিনার অধিনায়ক। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
বিশ্বের সেরা এই ফুটবলার জানিয়েছেন, জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারছি না। তিনি আরও বলেন, ‘আমার বাছাই করার দিন শেষ হয়েছে।’
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় দল আমার জন্য আর নয়। চারটি ফাইনাল (হার), এটা আমার জন্য নয়। (জয়-পরাজয়) এটা আসলে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এক বুক হতাশা নিয়েই বিদায় নিতে হলো আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিকে। কোপা আমেরিকার সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি গোল করে সেই রেকর্ডটি গড়েন তিনি। ৫৫টি গোল নিয়ে এককভাবে শীর্ষে মেসি। স্বদেশী কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (৫৪ গোল) টপকে যান মেসি।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন হতে ১১১টি ম্যাচ খেলেছেন মেসি। আর বাতিস্তুতা জাতীয় দলের হয়ে ৭৮টি ম্যাচ খেলে করেন ৫৪ গোল। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে ২৯ বছর বয়সী লিওনেল মেসির।

Comments
Loading...