ঈদের দিন কাশ্মিরে সংঘর্ষে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মিরে ঈদের দিন সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ঈদের দিনও অঞ্চলটিতে কারফিউ দিয়ে রেখেছিল কর্তৃপক্ষ।
ঈদের দিন বেশ কয়েকটি প্রধান মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় আরো প্রায় ৬০ জন আহত হয়েছেন। কাশ্মিরজুড়ে অন্তত ১০ টি এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ও ডাটা সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে সেখানে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীনগরে জাতিসংঘের পর্যবেক্ষকদের অফিসের দিকে বিচ্ছিন্নতাবাদীদের যাওয়া ঠেকাতেই রাস্তায় অবরোধ দেয়া হয়েছিল।
ভারতের একটি সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে, গত ২৬ বছরের মধ্যে এবারই গুরুত্বপূর্ণ বহু ঈদগাহে ও হজরতবাল দরগায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এর বদলে পার্শ্ববর্তী মসজিদগুলোতে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সূত্র: বিবিসি।