ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধি দলের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি সই

যুদ্ধবিরতি শুরুর লক্ষ্যে একটি প্রাথমিক প্রোটোকলে সই করেছে ইউক্রেন সরকার ও দেশটির পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা।

প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বেলারুশের রাজধানী মিনস্কে সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধি দলের বৈঠকে এ চুক্তি সই হয়েছে বলে জানানো হয়েছে।

বৈঠকে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট লিওনিদ কুচমা, ইউক্রেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল জুরাবোভ এবং স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্রী’ দোনেৎস্ক ও লুহানস্কের প্রধানরা।

পেত্রো পোরোশেঙ্কো জানিয়েছেন, আন্তর্জাতিক সময় শুক্রবার দুপুর ২টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। যদিও এ ঘোষণার আগে পূর্বাঞ্চলে বেশ কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

পোরোশেঙ্কো এমন সময় এ খবর দিলেন যখন রাশিয়ার ওপর অবরোধ আরও কঠোরতর করতে পশ্চিমা দেশগুলো তোড়জোড় শুরু করেছে। এমনকি মস্কোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার হুঁশিয়ারিও দিয়ে চলেছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো।

Comments (0)
Add Comment