ইসরাইলকে ১৪টি জঙ্গি বিমান দিচ্ছে আমেরিকা

0013আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলকে আরো জঙ্গি বিমান সরবরাহের উদ্যোগ নিয়েছে আমেরিকা। ওয়াশিংটন-তেল আবিব রবিবার তিনশ কোটি ডলারের যে চুক্তি সই করেছে তার আওতায় এ সব বিমান সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তিতে মার্কিন লকহিড মার্টিন কোম্পানির নির্মিত ১৪টি এফ-৩৫ স্টিলথ জঙ্গি বিমান রয়েছে । এগুলোর একেকটির মূল্য ১১ কোটি মার্কিন ডলার। এ ছাড়াও সামরিক চুক্তিতে প্রযুক্তি এবং প্রশিক্ষণ বিষয়ক আরো জিনিসপত্র সরবরাহের বিষয়ও এতে রয়েছে। আগামী বছরের শেষ নাগাদ এ সব জঙ্গি বিমান  ইসরাইলের হাতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলকে আমেরিকা দৈনিক ৮৫ লাখ ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দেয় এবং বছরে এটি তিনশ কোটি ডলারে যেয়ে পৌঁছায়।

Comments (0)
Add Comment