Connecting You with the Truth

ইসরাইলকে ১৪টি জঙ্গি বিমান দিচ্ছে আমেরিকা

0013আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলকে আরো জঙ্গি বিমান সরবরাহের উদ্যোগ নিয়েছে আমেরিকা। ওয়াশিংটন-তেল আবিব রবিবার তিনশ কোটি ডলারের যে চুক্তি সই করেছে তার আওতায় এ সব বিমান সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তিতে মার্কিন লকহিড মার্টিন কোম্পানির নির্মিত ১৪টি এফ-৩৫ স্টিলথ জঙ্গি বিমান রয়েছে । এগুলোর একেকটির মূল্য ১১ কোটি মার্কিন ডলার। এ ছাড়াও সামরিক চুক্তিতে প্রযুক্তি এবং প্রশিক্ষণ বিষয়ক আরো জিনিসপত্র সরবরাহের বিষয়ও এতে রয়েছে। আগামী বছরের শেষ নাগাদ এ সব জঙ্গি বিমান  ইসরাইলের হাতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলকে আমেরিকা দৈনিক ৮৫ লাখ ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দেয় এবং বছরে এটি তিনশ কোটি ডলারে যেয়ে পৌঁছায়।

Comments
Loading...