হত্যার হুমকি দেওয়া ওই তালিকায় এছাড়া নাম আছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক শিবলী নোমান, আনু মোস্তফা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী।
‘রাজশাহী অঞ্চলে আমাদের কিলিং মিশনে যারা আছেন’ শিরোনাম লিখে তার নিচে এসব ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। কম্পিউটারে টাইপ করা ওই চিঠির নিচের দিকে ‘আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও আহ্বান’ উপ শিরোনামে আরও ১০টি বিষয় উল্লেখ করা হয়।
চিঠিটি পাওয়ার কথা স্বীকার করে নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, ডাকযোগে নাটোর প্রেসক্লাবের নামে পাঠানো চিঠিটি তিনি সোমবার দুপুর ১টার দিকে হাতে পান। এরপর বিষয়টি তিনি নাটোর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদেরও দেখান। তারপরই বিষয়টি জানাজানি হয়।