বুধবার সকালে বালাপাড়া ইউনিয়নের রিসোর্স সেন্টার সভাকক্ষে কেন্দ্র ব্যবস্থাপনা, জনঅংশগ্রহণ শিক্ষার্থী মূল্যায়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো: আনছার আলী ।
উক্ত কর্মশালায় “বয়স্ক নারী-পুরুষ স্বাক্ষরদান, ঝরে পড়া শিশু ও প্রাক-প্রাথমিক শিক্ষা” বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ এর প্রশিক্ষক মোছা: নুসরাত অনোম।
এ সময় বক্তব্য রাখেন,ইউপি সচিব রঞ্জিত সরকার, রিসোর্স সেন্টারের সদস্য সচিব আজাহার ইসলাম, আরডিআরএস বালাপাড়া ইউনিয়ন এনআরসি সংগঠক মো: গোলাম কিবরিয়া জুয়েল, বালাপাড়া ইউনিয়ন ইএসডিও গ্রাম আদালত সহকারী মো: জুলহাস হোসেন সোহাগ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি সদস্য-সদস্যা, সিএলসি, এনআরসি কমিটির সদস্য বৃন্দ ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় সকলের উপস্থিতিতে “বয়স্ক নারী-পুরুষ স্বাক্ষরদান, ঝরে পড়া শিশু ও প্রাক-প্রাথমিক শিক্ষা” বিষয়ের উপর ব্যাপক আলোচনা, মতামত গ্রহণ ও পরামর্শ প্রদান করা হয়।