কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ দলীয় জোটের টানা অবরোধের কার
বৃহস্পতিবার থেকে জেলার ৯ উপজেলার ১৮টি তেলের পাম্পে জ্বালানী সংকট দেখা দিয়েছে এবং তা শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে। অবরোধের কারনে বাঘাবাড়ী ও পারবতীপুর ডিপো থেকে ট্যাংক লরিগুলো পেট্রল ও ডিজেল আনাতে না পারায় এ সংকট সৃষ্টি হয়েছে।
অবরোধে দুর পাল্লার যান চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীন রুটে চলা মিনিবাস, ত্রিহুইলার, নসিমন-করিমন, প্রাইভেট গাড়ি ও মটর সাইকেল মালিকরা তেল না পাওয়ায় দুর্ভোগে পড়েছে।
জেলায় প্রতিদিন ১৮ হাজার লিটার পেট্রোল এবং ৪ লাখ ৫০ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে।
কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জস্থ এসএসএস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম জানান, টানা অবরোধে নিরাপত্তাজনিত কারনে পাম্প মালিকরা গাড়ী পাঠানো সম্ভব হচ্ছে না। তবে প্রশাসন সহায়তা করলে তেল আনা সম্ভব হবে।
এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, পাম্প মালিকদের সাথে কথা বলে চাহিদা অনুযায়ী তেল আনার ব্যবস্থা করা হবে।
কিন্তু জেলা প্রশাসকরে এমন ঘোষনার পরও শুক্রবার দুপুর পর্যন্ত জেলার কোন পাম্পেই তেল