Connect with us

কুড়িগ্রাম

টানা অবরোধে কুড়িগ্রামে তেলের পাম্প গুলোতে জ্বালানী সংকট দুর্ভোগে পড়েছে যানবাহনের মালিকরা

Published

on

 

কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ দলীয় জোটের টানা অবরোধের কারKurigram Fuel Crisis Vt-1 002নে ২য় দিনেও কুড়িগ্রামে তেলের পাম্প গুলোতে পেট্রোল ও ডিজেল না থাকায় চরম দুর্ভোগে পড়েছে যানবাহনের মালিকরা। খোলা বাজারে পেট্রল ও ডিজেল পাওয়া গেলেও তা চড়া মুল্যে কিনতে হচ্ছে অনেককে।
বৃহস্পতিবার থেকে জেলার ৯ উপজেলার ১৮টি তেলের পাম্পে জ্বালানী সংকট দেখা দিয়েছে এবং তা শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে। অবরোধের কারনে বাঘাবাড়ী ও পারবতীপুর ডিপো থেকে ট্যাংক লরিগুলো পেট্রল ও ডিজেল আনাতে না পারায় এ সংকট সৃষ্টি হয়েছে।
অবরোধে দুর পাল্লার যান চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীন রুটে চলা মিনিবাস, ত্রিহুইলার, নসিমন-করিমন, প্রাইভেট গাড়ি ও মটর সাইকেল মালিকরা তেল না পাওয়ায় দুর্ভোগে পড়েছে।
জেলায় প্রতিদিন ১৮ হাজার লিটার পেট্রোল এবং ৪ লাখ ৫০ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে।
কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জস্থ এসএসএস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম জানান, টানা অবরোধে নিরাপত্তাজনিত কারনে পাম্প মালিকরা গাড়ী পাঠানো সম্ভব হচ্ছে না। তবে প্রশাসন সহায়তা করলে তেল আনা সম্ভব হবে।
এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, পাম্প মালিকদের সাথে কথা বলে চাহিদা অনুযায়ী তেল আনার ব্যবস্থা করা হবে।
কিন্তু জেলা প্রশাসকরে এমন ঘোষনার পরও শুক্রবার দুপুর পর্যন্ত জেলার কোন পাম্পেই তেল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *