ট্রাক চাপায় সাইকেলআরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি:
নগরীর মতিহারের মাহেন্দ্রা বাইপাস এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মতিউর রহমান (৫০) নামের এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। নিহত মতিউর ওই এলাকার মৃত শমসের আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অশোক চৌহান জানান, মতিউর রহমান সাইকেল নিয়ে নগরীর আমচত্বর বাস টার্মিনাল থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মতিউর।
এলাকাবাসী এ সময় সমবেত হয়ে ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক এবং তার সহযোগী পালিয়ে যায়।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment