ট্রাক চাপায় সাইকেলআরোহী নিহত
রাজশাহী প্রতিনিধি:
নগরীর মতিহারের মাহেন্দ্রা বাইপাস এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মতিউর রহমান (৫০) নামের এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। নিহত মতিউর ওই এলাকার মৃত শমসের আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অশোক চৌহান জানান, মতিউর রহমান সাইকেল নিয়ে নগরীর আমচত্বর বাস টার্মিনাল থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মতিউর।
এলাকাবাসী এ সময় সমবেত হয়ে ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক এবং তার সহযোগী পালিয়ে যায়।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।