বিয়ের পরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শাহিদ। তাই হানিমুনে যেতে একটু দেরি হয়ে গেল এ অভিনেতার। গত ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর শহিদ কাপুর। তবে বিয়ের পরই ‘ঝলক দিখলাজা’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন হায়দার সিনেমা খ্যাত এ অভিনেতা। তাই সেই সময় হানিমুনে যেতে পাড়েননি। তবে এখন সময় পেতেই হানিমুনটা সেরে ফেলতে উড়ে গেলেন লন্ডনে। এদিকে শোনা যাচ্ছে, হানিমুনের জন্য শাহিদ-মিরার প্রথম পছন্দ ছিল ইউরোপ। পরে অবশ্য লন্ডন শহরকে বেছে নিয়েছেন তারা।
রাধা সাওমি সাতসাঙ্গ বেয়াস নামক এক ধর্মীয় উৎসবে পরিচয় হয় শহিদ এবং মিরার। শহিদ এবং তার বাবা এ ধর্মীয় সংগঠনের সদস্য।
বাংলাদেশেরপত্র/এডি/আর