সাগর চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের ব্যর্থতা, দল বিরোধী কার্যক্রমসহ নানা অভিযোগ ও নতুন আহ্বায়ক কমিটির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপির ৪ সিনিয়র সহ-সভাপতিসহ দলের একাংশ। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সদস্য অব: মেজর ব্যারিস্টার সরোয়ার হোসেন। অভিযোগে সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে বিগত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা, অর্থ আত্মসাৎ, পরস্পর বিরোধী গ্র“পিং সৃষ্টি সহ বিভিন্ন অভিযোগ করেন নেতৃবৃন্দ। বিগত পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মী ও পুলিশি হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আহত ও মামলায় জড়িত হওয়ার ঘটনায় সভাপতি ও সম্পাদক কোন প্রকার সাহায্যের হাত বাড়াননি বলেও তারা অভিযোগ করেন। বিএনপির এ দুই শীর্ষ নেতার উপর জেলার ৯৫ ভাগ নেতা-কর্মী এবং সাধারণ জনগণের কোন প্রকার আস্থা নেই বলে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন। উল্লেখ্য, এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিগণ গত ২৪ মে দলের চেয়ারপার্সনের নিকট জেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দের সংগঠন বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে লিখিত অভিযোগও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ৪ জন সহ-সভাপতি নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাদশা, আইনজীবী ফোরামের সভাপতি আবুল কালাম আকন ও অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।