কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (ইমার্জেন্সি) জানান, আমরা ওই এলাকায় ভূগর্ভস্থ পাইপলাইন পরীক্ষা করে সেগুলো অক্ষত অবস্থায় পেয়েছি। এগুলো ৬ ইঞ্চি ব্যাসের পাইপ। এই দুর্ঘটনা গ্যাস লাইন থেকে হয়নি। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন। আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত রেখেছি।
ঘটনাস্থল থেকে কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষের টেকনিশিয়ান শহীদুল্লাহ জানান, আমরা লাইন চেক করেছি। লাইনে কোনো ত্রুটি নেই। নালায় জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
পাহাড়তলি থানার ওসি রণজিত্ কুমার বড়ুয়া বলেন, গ্যাস লাইন বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় দুই-তিনজন সামান্য আহত হয়েছে। কাছেই একটা পেট্রোল পাম্প থাকায় বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল।