আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর ৯৮ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরের ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক চৌধুরী সৈয়দ, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, সাধন চন্দ্র বিশ্বাস, মো. জাহাঙ্গীর চৌধুরী, আকবর খান, খোরশেদ আলম বীর প্রতীক, মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা বাবদ অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক।