বাসার মালিক আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের সোমবার রাতে ঘুমাতে যান তারা। সকাল ১১ টা পর্যন্ত ঘুম থেকে না জাগায় সন্দেহ হলে ঘরের জানালা দিয়ে দেখেন সুপ্তি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এসময় লোকজনকে ডাকাডাকি করলে তার স্বামী দরজা খুলে দেয়। সুপ্তির স্বামী জানায়, গভীর রাতে সবাই ঘুমানোর পর কোন এক সময় সবার অজান্তে সে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, সুপ্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে সুপ্তি আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত করলে প্রকৃত তথ্য জানা যাবে।
জিঙ্গাসাবাদের জন্য ওই গৃহবধুর স্বামী আটক করেছে পুলিশ। গত তিন মাস আগে মোবাইলে প্রেমের টানে টাঙ্গাইল থেকে রংপুরে এসে বিপ্লবের সাথে ঘরবাধে সুপ্তি।