হিলি সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ প্রবেশ বন্ধে জনসচেতনামূলক সভা
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে চোরাচালান প্রতিরোধ,অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ ও বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক হত্যা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা করেছে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার সাতকুড়ি রেলগেট সংলগ্ন হাইস্কুল মাঠে ৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আব্দুল খবীর সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনসহ অনেকে।
সভায় বক্তারা সীমান্ত নিরাপদ রাখতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, মাদক, মানব ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে সহযোগিতার আহব্বান জানান।