রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ২জনের জেল; ১১জনের জরিমানা
শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ভ্রাম্যমান আদালতে ২ জনে জেল ও ১১জনের জরিমানা করা হয়েছে। সারাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার অংশ হিসাবে রৌমারী থানা পুলিশ অভিযান করে মাদক সেবন কালে ১৩ জনকে গ্রেফতার করে গতকাল রবিবার বিকাল ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপস্থিত করলে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) শঙ্কর কুমার বিশ^াস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী আঃ হাশেম (৫০) ও সফিকুল ইসলাম (২৬) নামের ২জনকে ১৫দিনের জেল দেন অন্য ১১জন আসামীদেরকে পাঁচ শত টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী প্রমূখ।