Connect with us

দেশজুড়ে

রংপুরে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতারের দাবি

Published

on

৪৪

আমিরুল ইসলাম, রংপুর: সংবাদ প্রকাশের জের ধরে রংপুর থেকে প্রকাশিত দৈনিক রংপুর চিত্র ও দৈনিক বণিকবার্তার রংপুর প্রতিনিধি এবং সমাজ পরিবর্তন ও উপন্নয়ন ফোরাম, রংপুরের সভাপতি সাংবাদিক এস.এম পিয়ালকে দৈনিক রংপুরচিত্র কার্যালয়ে ঢুকে মারধর ও অফিস ভাংচুর করে অপহরণের প্রতিবাদ এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে রংপুরে কর্মরত সকল সাংবাদিকরা।

রবিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ এবং সমাজ পরিবর্তন ও উপন্নয়ন ফোরাম, রংপুরের ব্যানারে অনুষ্ঠিত এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে সাংবাদিকদের একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে অপরাধীদের গ্রেফতারর ৪৮ ঘন্টার সময় বেধে দেন সাংবাদিকরা। পরে পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের স্মারকলিপি গ্রহণ করে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। 

গত বৃহস্পতিবার দৈনিক রংপুর চিত্রে ‘ রংপুরে ভুয়া ড্রিংকিং ওয়াটার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের মালিকের পাঠানো ১০/১২ জন সন্ত্রাসী দুপুরে পত্রিকা অফিসে এসে চেয়ার টেবিলসহ বিভিন্ন উপকরণ ভাংচুর করে সাংবাদিক পিয়ালকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় সাংবাদিকরা নগরীর কামালকাছনা এলাকা থেকে পিয়ালকে উদ্ধার করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *