Connect with us

জাতীয়

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

Published

on

Jamaat-day hartalমানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশ আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে দলটির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হয়েছে। হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বুধবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতাল আহ্বান করেন। বিবৃতিতে তিনি বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করতেই সরকার জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছেন মতিউর রহমান নিজামী।

বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহম্মেদ হরতাল পালনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। অপরদিকে আজকের এ হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে মর্মে জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *