Connecting You with the Truth

জাপা’র হরতাল প্রত্যাহার; স্বাভাবিক রংপুর

Rangpur Hartal Withdraw News
রংপুরে জাতীয় পার্টির হরতালে বাইসাইকেল, রিকশা, অটোরিকশাও চলেনি। বন্ধ থাকে সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান । ছবিটি রংপুর নগরীর জাহাজকোম্পানীর মোড় থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক, রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইস মুহম্মদ এরশাদের নির্দেশে রংপুরে হরতাল প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় এ হরতাল প্রত্যাহার করা হয়। এর আগে রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে রংপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল করছিল জাতীয় পার্টি। এ হরতালে অচল হয়ে পড়েছিল পুরো রংপুর বিভাগ।
হরতালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। এমনকি বাইসাইকেল, রিকশা, অটোরিকশাও চলেনি। সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। হরতাল প্রত্যাহার করায় বাস চলাচল, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল কর্মকান্ড স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রসঙ্গ, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় পিতার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসির। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।

Comments
Loading...