বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ নিহত
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের মেজো ছেলে রানা শরীফ মারা গেছে। শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভূমিমন্ত্রীর মেয়ের জামাই পাবনা পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভূমিমন্ত্রী ছেলে রানা শরীফ তার স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে পাবনা থেকে ঢাকায় আসার পথে বঙ্গবন্ধু সেতুতে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। টাঙ্গাইল থেকে তার মরদেহ পাবনা নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি জানান।