Connect with us

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ৭

Published

on

full_2127672845_1436029809

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশা ও সেতুর বাতি বন্ধ থাকায় একাধিক গাড়ির সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। শনিবার ভোর ৫ টার দিকে সেতুর ৪২ নম্বর পিলারের কাছে পর পর কয়েকটি গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি মো. আখেরুজ্জামান জানান, সেতুর পূর্ব প্রান্তে ২৫ ও ২৯ নম্বর পিলারের মাঝের স্থানে একটি গরুর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এ সময় পেছন থেকে আরও চারটি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগে। এর ফলে বিভিন্ন ধরনের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফ তার স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে পাবনা থেকে ঢাকায় আসার পথে বঙ্গবন্ধু সেতুতে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। টাঙ্গাইল থেকে তার মরদেহ পাবনা নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি জানান।

দুর্ঘটনায় সাত জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি। হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর ওপর এলোপাতাড়ি পড়ে আছে বলে যান চলাচল বন্ধ রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *