পরিচয় মেলেনি আশুলিয়া থানার উদ্ধারকৃত মহিলার খন্ডিত লাশের
খাইরুল সিকদার, আশুলিয়া: আশুলিয়ার বাইপাইল ব্রীজের নিচে ও মহাসড়কের পাশ হতে অজ্ঞাত মহিলার ৭ খন্ডিত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। গত বছরের ২৬ ডিসেম্বর সকাল ৮টায় থানার বিপরীতে আশুলিয়া গনকবাড়ি এলাকার আল আমিন মাদ্রাসার গেটের সামনে ময়লার স্তুপ হতে এবং বাইপাইল ব্রীজের নিচ হতে মোট ৭ খন্ডিত লাশ বেলা ১১টায় উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আশুলিয়া থানায় খন্ডিত লাশটির খোঁজে কেউ আসেনি। নিহত মহিলার গায়ের রং ফর্সা, বয়স অনুমান ২৫-৩০ বছর হবে। পরণে ছিল লাল রংয়ের সেলোয়ার ও লাল কালো ছাপা কামিজ। ভিকটিমের চুল কালো লম্বা অনুমান ২ ফুঁট। হাতে মেহেদী রাঙ্গাণো ছিল।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, উক্ত মহিলার কোন সন্ধান বা তথ্য পাওয়া গেলে অথবা বর্নণা মতে কোন মহিলা ওই তারিখের পূর্বে নিখোঁজ হলেও, আশুলিয়া থানার ৭৭৮৯৯০০ অথবা ওসি ০১৭১৩-৩৭৩৩৩২ অথবা উপ-পরিদর্শক শহীদুল ইসলাম মোল্লা ০১৭১৮-০৮৭৯৪৬ নম্বরে জানানোর অনুরোধ করেন।