Connecting You with the Truth

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় মাঠে বসছে তাস খেলার আসর

IMG_20150930_123712
নওগাঁ প্রাথমিক বিদ্যালয়

আল ইমরান হোসেন, নওগাঁ প্রতিিনধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসছে তাস খেলার আসর। সুত্রে জানা যায়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কখনও ছাদের উপরে কখনও আবার মাঠের এক প্রান্তে বসে লোকজনেরা তাস খেলছে। এই তাস খেলা প্রতিিদন বিকাল ৪টার পর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে বলে জানা গেছে। এই তাস খেলা দেখে অনেক ছাত্র তাস খেলায় আসক্ত হয়ে পড়েছে। বহিরাগমন লোকজনের সাথে ছাত্ররা বিদ্যালয়ের ছাদের উপরে বসে তাস খেলছে। যে সময়ে বিদ্যালয়ের মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলায় ব্যস্ত থাকত ছাত্ররা। কিন্তু এই খেলার সময়কে বাদ দিয়ে তাস খেলায় আসক্ত হয়ে পড়েছে। এলাকাবাসী ও অভিভাবকদের অসচেতনার কারনে আজ ছাত্র সমাজ ধ্বংশের পথে, এই দায় ভার নেবে কে? যদি স্থানীয় পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, তবে এই অবৈধ তাস খেলা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উচ্ছেদ করতে পারবেন। অবশ্যই এতে পুলিশ প্রশাসনকে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের সাহায্য সহযোগীতা একান্ত ভাবে কাম্য।

Comments
Loading...