Connect with us

দিনাজপুর

হিলিতে ভুমিকম্পের তিনদিন পর হেলে পড়েছে চারতলা ভবন

Published

on

03

রাসেল হাসান, হিলি প্রতিনিধি: সম্প্রতি হয়ে যাওয়া ভুমিকম্পের কয়েক দিন পরে হিলিতে চারতলা একটি ভবন পাশের ভবনের দিকে হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে ওই ভবন ও পাশের ভবনে বসবাসরত লোকজনদের ভবনে না থাকার নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে হিলির শান্তির মোড় এলাকার মরহুম জিনজার চৌধুরীর চারতলা বিশিষ্ট ভবনটি পাশের ভবনের দিকে কিছুটা হেলে যায়। এছাড়াও ভবনের তৃতিয় তলায় ছাদের টাইলসে ফাটল দেখা দেওয়ায় ভবনের ভাড়াটিয়ারা ভবন ছাড়তে শুরু করেছেন। খবর পেয়ে হিলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও হাকিমপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জামিল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভবনের তৃতীয় তলাতে থাকা উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, আজ দুপুরে হঠাৎ করে ভবনটি কিছুটা পাশের ভবনের দিকে হেলে যায়, এছাড়াও আমরা যে তলায় অবস্থান করি তার মেঝের টাইলসগুলি ফেঠে যায়। যার ফলে ভবন ছেড়ে আমি পরিবার নিয়ে উপজেলা কোয়াটারে গিয়ে উঠেছি।

হাকিমপুর পৌরসভার সহকারী প্রকোশরী আব্দুর রাজ্জাক জানান, ভবন হেলে পড়ার বিষয়টি জানতে পেরে সরেজমিন গিয়ে ভবনটি পরিদর্শন করা হয়। ভবনটি পাশের দিকে হেলে পড়েছে এবং কলাম ফেটে গেছে। এবিষয়ে পৌরসভার পক্ষ থেকে অতি দ্রুত ভবনটি ভেঙ্গে অপসারন করার জন্যভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে বিকাল ৪টায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দিনাজপুর এর উপ সহকারি পরিচালক নুর হাসান ভবনটি পরিদর্শন করে ভবনে বসবাসরত সকলকে এবং পাশের ভবনের সকলকে নিরাপদে সড়ে যাওয়ার জন্য বলেন। এবং এ বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষকে রিপোর্ট করবেন বলে তিনি জানান।

ভবনের মালিকের ছেলে কনক জানান, আমি অতি দ্রæত ভবনের উপরের দুই তলা ভেঙ্গে ফেলার ব্যাবস্থা গ্রহন করছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *