নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল আটক
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে আদালত এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ.এস.আই হাসান ও আলমগীর সঙ্গীয় ফোর্স নারায়ণ, শিমুল ও শরীফকে সাথে নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নড়াইলে গাড়ি পোড়ানো মামলাসহ নাশকতার মামলায় উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম আজ দুপুরে সদর আমলী আদালতে হাজিরা দেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়্যা (বিচারক এই বানান লেখেন) দু’টি মামলাতেই জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পর আদালত চত্বর এলাকা থেকে সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করে পুলিশ।